ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
আমরা কোনো জোট করছি না: উপদেষ্টা

সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে জোট গঠনের গুঞ্জনের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন, আমরা কোনো জোট গঠন করছি না।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত এ উদ্যোগটি চীনের, এবং এটি ছিল একেবারেই অফিসিয়াল পর্যায়ের, রাজনৈতিক নয়।
তিনি ব্যাখ্যা করেন, কুনমিংয়ের একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিন দেশের পররাষ্ট্রসচিবরা সাইডলাইনে বসে আলোচনা করেন। এই আলোচনা ছিল সম্পূর্ণভাবে কানেক্টিভিটি, বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মতো বাস্তবমুখী বিষয় নিয়ে।
তৌহিদ হোসেন বলেন, জোট গঠনের মতো কিছু হয়নি। এটি একটি প্র্যাকটিক্যাল সুযোগ গ্রহণের বিষয় মাত্র। এটিকে আর বাড়তি কিছু হিসেবে দেখা উচিত নয়।
বৈঠকে চীন ও পাকিস্তানের তরফ থেকে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাব উঠলেও তিন দেশের মধ্যে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগত পার্থক্য দেখা যায়। এ বিষয়ে প্রশ্নে উপদেষ্টা জানান, প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমাদের বিবৃতিতেই বোঝা যায় এটি কোনো স্ট্রাকচারাল বড় উদ্যোগ নয়।
এ উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি সাফ বলেন, অবশ্যই নয়। এটিকে কেউ লক্ষ্য করে করা হয়নি।
তিনি আরও বলেন, যদি ভারত, নেপাল বা অন্য কোনো দেশ কানেক্টিভিটি ইস্যুতে এমন বৈঠকে আগ্রহী হয়, তাহলে বাংলাদেশ তাত্ক্ষণিকভাবে প্রস্তুত।
তৌহিদ হোসেন শেষ করেন এই বলে, যেহেতু অংশগ্রহণকারী দেশ ছিল চীন ও পাকিস্তান, হয়তো তাই বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ করছেন। তবে এটিকে অতিরিক্তভাবে স্পেকুলেট করার কোনো অবকাশ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব