ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আমরা কোনো জোট করছি না: উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৬ ২০:০৬:০৬
আমরা কোনো জোট করছি না: উপদেষ্টা

সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে জোট গঠনের গুঞ্জনের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন, আমরা কোনো জোট গঠন করছি না।

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত এ উদ্যোগটি চীনের, এবং এটি ছিল একেবারেই অফিসিয়াল পর্যায়ের, রাজনৈতিক নয়।

তিনি ব্যাখ্যা করেন, কুনমিংয়ের একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিন দেশের পররাষ্ট্রসচিবরা সাইডলাইনে বসে আলোচনা করেন। এই আলোচনা ছিল সম্পূর্ণভাবে কানেক্টিভিটি, বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মতো বাস্তবমুখী বিষয় নিয়ে।

তৌহিদ হোসেন বলেন, জোট গঠনের মতো কিছু হয়নি। এটি একটি প্র্যাকটিক্যাল সুযোগ গ্রহণের বিষয় মাত্র। এটিকে আর বাড়তি কিছু হিসেবে দেখা উচিত নয়।

বৈঠকে চীন ও পাকিস্তানের তরফ থেকে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাব উঠলেও তিন দেশের মধ্যে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগত পার্থক্য দেখা যায়। এ বিষয়ে প্রশ্নে উপদেষ্টা জানান, প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমাদের বিবৃতিতেই বোঝা যায় এটি কোনো স্ট্রাকচারাল বড় উদ্যোগ নয়।

এ উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি সাফ বলেন, অবশ্যই নয়। এটিকে কেউ লক্ষ্য করে করা হয়নি।

তিনি আরও বলেন, যদি ভারত, নেপাল বা অন্য কোনো দেশ কানেক্টিভিটি ইস্যুতে এমন বৈঠকে আগ্রহী হয়, তাহলে বাংলাদেশ তাত্ক্ষণিকভাবে প্রস্তুত।

তৌহিদ হোসেন শেষ করেন এই বলে, যেহেতু অংশগ্রহণকারী দেশ ছিল চীন ও পাকিস্তান, হয়তো তাই বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ করছেন। তবে এটিকে অতিরিক্তভাবে স্পেকুলেট করার কোনো অবকাশ নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত