ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আমরা কোনো জোট করছি না: উপদেষ্টা

সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে জোট গঠনের গুঞ্জনের প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করেছেন, আমরা কোনো জোট গঠন করছি না।
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত এ উদ্যোগটি চীনের, এবং এটি ছিল একেবারেই অফিসিয়াল পর্যায়ের, রাজনৈতিক নয়।
তিনি ব্যাখ্যা করেন, কুনমিংয়ের একটি প্রদর্শনী অনুষ্ঠানে তিন দেশের পররাষ্ট্রসচিবরা সাইডলাইনে বসে আলোচনা করেন। এই আলোচনা ছিল সম্পূর্ণভাবে কানেক্টিভিটি, বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর মতো বাস্তবমুখী বিষয় নিয়ে।
তৌহিদ হোসেন বলেন, জোট গঠনের মতো কিছু হয়নি। এটি একটি প্র্যাকটিক্যাল সুযোগ গ্রহণের বিষয় মাত্র। এটিকে আর বাড়তি কিছু হিসেবে দেখা উচিত নয়।
বৈঠকে চীন ও পাকিস্তানের তরফ থেকে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাব উঠলেও তিন দেশের মধ্যে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যগত পার্থক্য দেখা যায়। এ বিষয়ে প্রশ্নে উপদেষ্টা জানান, প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখেছে। আমাদের বিবৃতিতেই বোঝা যায় এটি কোনো স্ট্রাকচারাল বড় উদ্যোগ নয়।
এ উদ্যোগ তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি সাফ বলেন, অবশ্যই নয়। এটিকে কেউ লক্ষ্য করে করা হয়নি।
তিনি আরও বলেন, যদি ভারত, নেপাল বা অন্য কোনো দেশ কানেক্টিভিটি ইস্যুতে এমন বৈঠকে আগ্রহী হয়, তাহলে বাংলাদেশ তাত্ক্ষণিকভাবে প্রস্তুত।
তৌহিদ হোসেন শেষ করেন এই বলে, যেহেতু অংশগ্রহণকারী দেশ ছিল চীন ও পাকিস্তান, হয়তো তাই বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ করছেন। তবে এটিকে অতিরিক্তভাবে স্পেকুলেট করার কোনো অবকাশ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস