ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বাজারের ইতিবাচক চিত্রে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের

ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের খবরে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। আগের দিনের মত আজ মঙ্গলবারও সূচক ও লেনদেনে স্বাভাবিক উত্থান ঘটেছে। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল উর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। পুরোটা সময় সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়, যা ছিল ইতিবাচক। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে সূচক ও লেনদেন আরও বাড়বে বলে প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা।
এদিকে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়ে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে প্রায় ৩গুণ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৪ জুন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৭.৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ৯২টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৪৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১১.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারের আজকের চিত্র ছিল খুবই ইতিবাচক। আগামী দিনগুলোতে এ ধারা অব্যহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে। তাদের অংশগ্রহণ বাড়লে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে বাজার যেন মাঝপথে তার গতি থেকে ছিটকে না পড়ে সেজন্য নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথা পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে উত্থান-পতন থাকবে- এটাই স্বাভাবিক। তবে সেটা যেন টানা না হয় সে দিকে লক্ষ্য রাখা জরুরি। সবকিছু ঠিক থাকলে সামনে বাজারের আরও উন্নতি হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার