ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
বাজারের ইতিবাচক চিত্রে প্রত্যাশা বাড়ছে বিনিয়োগকারীদের

ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের খবরে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। আগের দিনের মত আজ মঙ্গলবারও সূচক ও লেনদেনে স্বাভাবিক উত্থান ঘটেছে। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল উর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। পুরোটা সময় সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়, যা ছিল ইতিবাচক। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। এ ধারা অব্যহত থাকলে আগামীতে সূচক ও লেনদেন আরও বাড়বে বলে প্রত্যাশা করছে বিনিয়োগকারীরা।
এদিকে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়ে টাকার অংকে লেনদেনের পরিমাণ। এছাড়া, লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে প্রায় ৩গুণ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৪ জুন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৭.৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ৯২টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৪৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১১.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারের আজকের চিত্র ছিল খুবই ইতিবাচক। আগামী দিনগুলোতে এ ধারা অব্যহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে। তাদের অংশগ্রহণ বাড়লে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে বাজার যেন মাঝপথে তার গতি থেকে ছিটকে না পড়ে সেজন্য নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথা পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজারে উত্থান-পতন থাকবে- এটাই স্বাভাবিক। তবে সেটা যেন টানা না হয় সে দিকে লক্ষ্য রাখা জরুরি। সবকিছু ঠিক থাকলে সামনে বাজারের আরও উন্নতি হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব