ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ২৩ ১১:১০:৪৩
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ জুন) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মনিরুল মাওলার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, মহাজোট সরকারের আমলে ইসলামী ব্যাংক তৎকালীন সরকারের প্রভাব খাটিয়ে কবজা করা হয়েছিল। ব্যাংকটির পরিচালনা পর্ষদ জোর করে পরিবর্তন করে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এই সময়ে ব্যাংকটি থেকে ভুয়া কোম্পানি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম গ্রুপ ও তার চক্র। দুদকের মামলায় অভিযোগ উঠেছে, এই বিশাল লুটপাটে মনিরুল মাওলা প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতনের পর ব্যাংকটির পর্ষদের বেশিরভাগ সদস্য ও অধিকাংশ ডিএমডি আত্মগোপনে চলে যান। মনিরুল মাওলা তখনো বহাল তবিয়তে ছিলেন। পরে কর্মকর্তাদের চাপে তাকে ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। এরপর বিভিন্ন আর্থিক জালিয়াতির অভিযোগে তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২১ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক এই অপসারণের বিষয়ে অনাপত্তি দেয়। এরপর ২০ জুন থেকে তার অপসারণের আদেশ কার্যকর হয়।

বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৬৫ হাজার ৭১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের ৪২ দশমিক ২২ শতাংশ। বিপুল পরিমাণ খেলাপির কারণে ব্যাংকটি ৬৯ হাজার ৮১৬ কোটি টাকার প্রভিশন ঘাটতিতে পড়েছে এবং ঘাটতি পূরণের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ বছরের সময় চেয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত