ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
অস্তিত্ব সঙ্কটে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, তদন্তে ডিএসই
অস্তিত্ব সঙ্কটে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে ভবিষ্যতে টিকে থাকার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরীক্ষক প্রতিষ্ঠান।
২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোম্পানিটি ধারাবাহিকভাবে লোকসানে থাকার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ ঋণ পরিশোধে ব্যর্থ। এমতাবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ইতিমধ্যে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সেন্ট্রাল ফার্মার সার্বিক আর্থিক ও অপারেশনাল অবস্থা ৩০ দিনের মধ্যে পর্যবেক্ষণ করে, পরবর্তী সাত কর্মদিবসে তা কমিশনে দাখিল করতে হবে। এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এবং ডিএসই লিস্টিং রেগুলেশন, ২০১৫ অনুযায়ী তদন্ত চলবে।
যেসব বিষয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে, তার মধ্যে রয়েছে- সমাপ্ত অর্থবছরে কোম্পানির ১০৪ কোটি টাকার বেশি লোকসান, ২৬ কোটি ৮৪ লাখ টাকার ঋণ পরিশোধে ব্যর্থতা, কোম্পানির টিকে থাকার সক্ষমতা (মড়রহম পড়হপবৎহ) নিয়ে নিরীক্ষকের সন্দেহ, প্রাইম ব্যাংক (মতিঝিল শাখা) ও ইসলামী ব্যাংক (শ্যামলী শাখা)-তে থাকা ব্যাংক হিসাব যাচাই এবং কোম্পানির প্রকৃত ব্যাংক ব্যালেন্স ও আমানতের অবস্থা পর্যালোচনা।
৩০ জুন, ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা, এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ৭ টাকা ৬ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ টাকার বেশি। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখের বেশি। এর মধ্যে ৭.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৬.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৮৬.১৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী লোকসান, উচ্চ ঋণ, ও ডিভিডেন্ড না দেওয়ার প্রবণতা কোম্পানিটির টিকে থাকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। একইসঙ্গে এত বেশি শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে থাকায়, ভবিষ্যতে আরও শেয়ারদর পতন হলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ বিনিয়োগকারীরাই।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক