ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা: সহজ হলো বৈদেশিক লেনদেন
.jpg)
বাংলাদেশ ব্যাংক বৈধভাবে বিদেশে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করেছে। এখন থেকে শিল্প ও সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান বার্ষিক বিক্রির ১ শতাংশ অথবা সর্বোচ্চ ১ লাখ ডলার বিদেশে পাঠাতে পারবে। তবে, ব্যাংক, বিমা, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থাকছে না এই সুবিধার আওতায়।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে বিদেশে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা সম্ভব হবে। আগে এ সুবিধা ছিল শুধু শিল্প ও নির্দিষ্ট কিছু সেবা খাতের জন্য সীমিত, এবার তা ট্রেডিংসহ বিভিন্ন খাতে সম্প্রসারিত করা হয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং আন্তর্জাতিক লেনদেনে গতি আনবে।
তবে সতর্কতা হিসেবে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অর্থ প্রেরণের আগে নিশ্চিত হতে হবে যে, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগছে কি না। যদি প্রয়োজন হয়, তবে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের পরেই লেনদেন করা যাবে।
এ ছাড়া রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি-সংক্রান্ত রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।
তবে নতুন এ নির্দেশনায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এ সুযোগের আওতার বাইরে থাকবে। ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমে বিদেশে অর্থ পাঠানো এখন আরও সহজে করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ