ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্ন বরো’র মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার (২০ জুন) জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। আদালত নুরুল হাসানকে ৩ বছর (৩৬ মাস) এবং রফিকুল ইসলামকে ১২ মাস ১ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে জরিমানাও করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালের মেয়র নির্বাচনে প্রাথমিক পর্বে পরাজয়ের পর নুরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি মিলবোর্ন কাউন্সিলের তৎকালীন সদস্য মুনসুর আলী এবং সাবেক সদস্য রফিকুল ইসলামের সহায়তায় ভোট কারচুপির পরিকল্পনা করেন। তারা মিলবোর্নের বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন করেন এবং মেইল-ইন ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার চেষ্টা করেন।
তবে এই জালিয়াতি সত্ত্বেও নির্বাচনে নুরুল হাসান ১৬৫ ভোটে পরাজিত হন।
আদালত সূত্রে জানা গেছে, হাসান মোট ৩৩টি অভিযোগে দোষ স্বীকার করেছেন। এসবের মধ্যে রয়েছে—ষড়যন্ত্র, ভুয়া তথ্য প্রদান ও জাল ভোটার নিবন্ধন। আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড, এক বছর তত্ত্বাবধানে মুক্তি এবং ১ হাজার ৩০০ ডলার জরিমানা করে।
রফিকুল ইসলাম স্বীকার করেছেন ৭টি অভিযোগ। তার শাস্তি হিসেবে তাকে ১২ মাস ১ দিন কারাদণ্ড, এক বছর পর্যবেক্ষণে মুক্তি এবং মোট ১ হাজার ৭০০ ডলার জরিমানা করা হয়েছে।
তৃতীয় অভিযুক্ত কাউন্সিল সদস্য মুনসুর আলীর বিরুদ্ধে ২৫টি অভিযোগ আনা হয়েছে এবং তিনি ইতোমধ্যেই সব দোষ স্বীকার করেছেন। তার সাজা ঘোষণা হবে আগামী ২৬ জুন।
মার্কিন অ্যাটর্নি ডেভিড মেটকাফ বলেন, “এই ব্যক্তিরা তাদের কমিউনিটির ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এমন অপরাধকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, যাতে জনগণের গণতন্ত্রের প্রতি আস্থা অটুট থাকে।”
এফবিআই ফিলাডেলফিয়া শাখার ইনচার্জ ওয়েইন জ্যাকবস বলেন, “ভোট জালিয়াতি শুধু ফেডারেল অপরাধ নয়, এটি গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দেয়।”
এই মামলার তদন্ত পরিচালনা করেছে এফবিআই ও ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। প্রসিকিউশন পরিচালনা করেছেন সহকারী মার্কিন অ্যাটর্নি মার্ক বি. ডুবনফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস