ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শেয়ারবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির বৈঠক

শেয়ারবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং গভর্নর উপদেষ্টা মো. আহসান উল্লাহসহ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বিএসইসি'র পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ এবং বিএসইসি'র শীর্ষ কর্মকর্তাবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন। বিএসইসি'র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে শেয়ারবাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের অর্থনীতিতে ব্যাংক ঋণের ওপর মাত্রাতিরিক্ত চাপ ও ঝুঁকি কমানোর মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন ও পুঁজি উত্তোলনের সুযোগকে প্রাধান্য দেওয়ার বিষয়টি আলোচিত হয়।
বৈঠকে কিভাবে এবং কোন পদ্ধতিতে শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন সরবরাহ করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, দেশে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট প্রতিষ্ঠা এবং বন্ড মার্কেটের তারল্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, সমন্বিত ও যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস হিসেবে শেয়ারবাজারকে সম্পূর্ণরূপে বিকশিত করা সম্ভব হবে, যা দেশের শেয়ারবাজারের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও বৈপ্লবিক পরিবর্তন আনবে। সর্বোপরি, প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বৈঠকে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় শেয়ারবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ারবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা প্রদান করেন, যার মধ্যে 'দেশের বৃহৎ কোম্পানিসমূহ দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজারে বন্ড বা শেয়ার ছেড়ে পুঁজি সংগ্রহ করে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ' শীর্ষক নির্দেশনাটি ছিল অন্যতম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক বিএসইসি ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ