ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ভিসা কার্যক্রম চালু করার বিষয়ে সুখবর দিলো অস্ট্রেলিয়া
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
‘ভিসা আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে’ বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। তিনি বলেন, “বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করেন এবং আরও ১৪ হাজার শিক্ষার্থী রয়েছেন।”
বৈঠকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগ, আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এ সময় অধ্যাপক ইউনূস তার সরকারের সংস্কার উদ্যোগ তুলে ধরে বলেন, “বিশৃঙ্খল সময়ের পর আমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সাংবিধানিক, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক সংস্কারের উপর রয়ে গেছে – এগুলি একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি। আমরা একটি মসৃণ উত্তরণ নিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই বিদ্রোহের বার্ষিকীতে জুলাই সনদ চালু করব।”
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বছরের পর বছর ধরে প্রথমবারের মতো, জনগণ, বিশেষ করে প্রথমবারের মতো ভোটাররা, স্বাধীনভাবে তাদের ভোটদানের সুযোগ পাবে। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর এবং আশাব্যঞ্জক উপলক্ষ হবে।”
নির্বাচনী সহায়তা সম্পর্কে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান যে, “অস্ট্রেলিয়া বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত এবং পরিচালনাগত ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে।”
বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য গত পাঁচ বছরে গড়ে ১৬.২ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে।”
সুসান রাইল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ৩ হাজারেরও বেশি বাংলাদেশি প্রাক্তন ছাত্রের একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যারা বাংলাদেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন।”
জবাবে অধ্যাপক ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি অস্ট্রেলিয়াকে বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা জোরদার করার অনুরোধ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল