ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
ফের বিক্ষোভে উত্তাল সচিবালয়

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে ঈদের ছুটির পর ফের সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। সোমবার (১৬ জুন) বেলা ১১টার পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন। এরপর মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি দেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ আন্দোলন হচ্ছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবির, মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদী কালো আইন মানি না, মানবো না’, ‘সচিবালয় জেগেছে’সহ নানা স্লোগান দেন।
কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, “সরকার আমাদের সঙ্গে সাপ-লুডু খেলছে। আমরা মহার্ঘভাতা, পদ-পদবি পরিবর্তন ও সচিবালয় ভাতা চাইলেও সরকার ‘অভিন্ন নিয়োগবিধি’ নিয়ে এসেছে। এখন আবার অধ্যাদেশ জারি করেছে অথচ আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি।”
তিনি বলেন, “যদি আমাদের দাবি না মানা হয় তাহলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন ডাকা হবে। উপদেষ্টারা, সচিবেরা যদি আমাদের মিটিংয়ে না আসেন, আমরা তাদের আসতে বাধ্য করবো। আমরা মনে করবো তারা ফ্যাসিস্ট সরকারের দোসর।”
তিনি আরও বলেন, “আমরা সংশোধন বা পরিবর্তন চাই না কেবল এই অধ্যাদেশ বাতিল চাই। যদি বাতিল করা হয়, ঘরে ফিরে যাবো। না হলে এমন আন্দোলন হবে, আপনারা সচিবালয়ে ঢুকতে পারবেন না।”
প্রসঙ্গত, গত ২৪ মে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলন শুরু করেন এবং ২৫ মে রাতে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে। এই অধ্যাদেশ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে।
ঈদের আগে ৩ জুন পর্যন্ত চলা আন্দোলনের পর কর্মচারীরা ৭ জন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন এবং হুঁশিয়ারি দেন ১৫ জুনের মধ্যে দাবি না মানলে ১৬ জুন থেকে কঠোর কর্মসূচি চালু করবেন।
এদিকে ৪ জুন মন্ত্রিপরিষদ বিভাগ অধ্যাদেশ পর্যালোচনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে। কমিটি সোমবার বিকেলে প্রথম বৈঠকে বসেছে। এ অবস্থায় আইন উপদেষ্টা কর্মচারীদের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে কর্মচারীরা আগামীকাল (১৭ জুন) সকাল ১১টায় ফের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর