ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ছুটি শেষে 'সেকেন্ড হোমে' ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে চালু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শ্রেণি কার্যক্রম। চলতি মাসের ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১২ দিন বন্ধ ঘোষণা করে হলেও, ছুটির আগে ও পরে শুক্র-শনিবার থাকায় এবারের ঈদে ১৬ দিন বন্ধ পেয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটি শেষে আবার 'সেকেন্ড হোম' তথা ঢাবি ক্যাম্পাসে ফিরছেন তারা।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। নিরব ক্যাম্পাসের বিভিন্নস্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, শ্যাডো, বটতলা ও হলপাড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গল্পের আসর দেখা যায়। তবে, অন্যান্য ধর্মাবলম্বী এবং যাদের চাকরি পরীক্ষাসহ অ্যাকাডেমিক পরীক্ষা ছিলো তাদের মধ্যে অনেকেই আবাসিক হলেই ছিলেন বলে জানা যায়।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, 'আগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে, তাই একদিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছি। বন্ধু-বান্ধব ও সিনিয়র-জুনিয়র সবার সাথে আবার আড্ডা হবে, গল্প হবে, একসাথে পড়াশোনাও হবে। সব মিলিয়ে ক্যাম্পাসে সময় কাটাতে আগের মতো ভালোই লাগবে। তাইতো এটি আমাদের সেকেন্ড হোম (আবাসিক হল)। ঈদের ছুটিতে পরিবারের সাথে ভালো সময় কেটেছে। ফেরার পথে হলে খাওয়ার জন্য মা কিছু শুকনো পিঠা দিয়েছে।'
অনেক শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের সাথে ঈদের ছুটিতে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজনে কাজ করেছেন বলে জানা যায়। তারা ঈদের দিন বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরেছেন।
বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ছুটি শেষ হওয়ার ৪ দিন আগেই টিউশনি থাকায় হলে ফিরে এসেছি। আমার ছাত্রের সামনে এইচএসসি পরীক্ষা আছে, পাশাপাশি নিজের ছোট ব্যবসা আছে। হল ক্যান্টিন এবং এক্সটেনশনের দোকানগুলো না খোলায় খাওয়ার কষ্ট হচ্ছে। ছুটি শেষ হওয়ার ২/১ দিন আগে ক্যান্টিন খুললে ভালো হতো বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি