ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ছুটি শেষে 'সেকেন্ড হোমে' ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে চালু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শ্রেণি কার্যক্রম। চলতি মাসের ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১২ দিন বন্ধ ঘোষণা করে হলেও, ছুটির আগে ও পরে শুক্র-শনিবার থাকায় এবারের ঈদে ১৬ দিন বন্ধ পেয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটি শেষে আবার 'সেকেন্ড হোম' তথা ঢাবি ক্যাম্পাসে ফিরছেন তারা।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। নিরব ক্যাম্পাসের বিভিন্নস্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, শ্যাডো, বটতলা ও হলপাড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গল্পের আসর দেখা যায়। তবে, অন্যান্য ধর্মাবলম্বী এবং যাদের চাকরি পরীক্ষাসহ অ্যাকাডেমিক পরীক্ষা ছিলো তাদের মধ্যে অনেকেই আবাসিক হলেই ছিলেন বলে জানা যায়।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, 'আগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে, তাই একদিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছি। বন্ধু-বান্ধব ও সিনিয়র-জুনিয়র সবার সাথে আবার আড্ডা হবে, গল্প হবে, একসাথে পড়াশোনাও হবে। সব মিলিয়ে ক্যাম্পাসে সময় কাটাতে আগের মতো ভালোই লাগবে। তাইতো এটি আমাদের সেকেন্ড হোম (আবাসিক হল)। ঈদের ছুটিতে পরিবারের সাথে ভালো সময় কেটেছে। ফেরার পথে হলে খাওয়ার জন্য মা কিছু শুকনো পিঠা দিয়েছে।'
অনেক শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের সাথে ঈদের ছুটিতে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজনে কাজ করেছেন বলে জানা যায়। তারা ঈদের দিন বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরেছেন।
বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ছুটি শেষ হওয়ার ৪ দিন আগেই টিউশনি থাকায় হলে ফিরে এসেছি। আমার ছাত্রের সামনে এইচএসসি পরীক্ষা আছে, পাশাপাশি নিজের ছোট ব্যবসা আছে। হল ক্যান্টিন এবং এক্সটেনশনের দোকানগুলো না খোলায় খাওয়ার কষ্ট হচ্ছে। ছুটি শেষ হওয়ার ২/১ দিন আগে ক্যান্টিন খুললে ভালো হতো বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান