ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সুসংবাদ দিল আবহাওয়া অফিস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ১৪ ১০:৪৭:৫৪
সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে সারাদেশে গরম কিছুটা প্রশমিত হতে পারে। যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেসব এলাকাতেও তাপপ্রবাহ কমে আসতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

এতে বলা হয়েছে, 'শুক্রবার সন্ধ্যা ৬টা পর থেকে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।'

এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে গরমের অনুভূতিও তুলনামূলকভাবে হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলার পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে কিছু জায়গায় তা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত