ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক: হতাশ সারজিস
.jpg)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, জাতীয় ঐক্যমত্য এবং দেশের স্বার্থে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের সু-সম্পর্ক কাম্য। সেই দৃষ্টিকোণ থেকে ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি।
তবে সারজিস আলম হতাশা প্রকাশ করে বলেন, বৈঠকে নির্বাচনের সম্ভাব্য মাস ও তারিখ নিয়ে আলোচনা যতটা গুরুত্ব পেয়েছে, ততটা গুরুত্ব পায়নি বিচার, সংস্কার এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জনগণের অন্যতম আকাঙ্ক্ষাগুলো। তিনি উল্লেখ করেন, এই সরকার কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং একটি অভ্যুত্থানের পর দেশের মানুষের রক্ত-ত্যাগ ও সংগ্রামের ভিত্তিতে গঠিত এবং তা জনগণের আশা-আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই মাসের মধ্যেই ঘোষণাপত্র, জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন-সম্পর্কিত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। তার ভাষায়, ‘এই সনদ রচিত হওয়ার আগে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বিস্মরণের সামিল।’
পোস্টে সারজিস আরও মন্তব্য করেন, দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে চাঁদাবাজি, দখলবাজি, প্রশাসনকে প্রভাবিত করা ও পেশিশক্তির দাপটের মতো অপব্যবহার চলছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমতাপূর্ণ পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, নির্বাচন এপ্রিল হোক বা ফেব্রুয়ারি তার চেয়ে বড় বিষয় হলো নির্বাচনের আগে সেই জুলাই সনদ, বিচার ও মৌলিক সংস্কার আদৌ হচ্ছে কি না। তা না হলে এই অভ্যুত্থান কেবল ক্ষমতা বদলের নামান্তর হয়ে থাকবে, আর সেই ঐতিহাসিক দায় এই সরকার এড়াতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস