ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
‘বিএনপির চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে’
.jpg)
গত বছরের ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে। সেই চিঠিই এখন উল্টো তাদের জন্য 'অভিশাপ' হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন নুর।
শুক্রবার (১৩ জুন) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলা রেস্ট হাউজের সামনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, বিএনপির দেওয়া সেই আশীর্বাদের চিঠি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। এই চিঠির কারণেই স্থানীয় পর্যায়ে আমাদের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে।
তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর আমি প্রথম যখন পটুয়াখালীতে প্রবেশ করি, তখনই আমখালা ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। সেই থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সূচনা করেন হাসান মামুন। এখনও তিনি সেই উত্তেজনা-সংঘাতের পরিবেশ ধরে রেখেছেন।
ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, হাসান মামুনের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ নতুন নয়। বিএনপির অভ্যন্তরীণ এক চিঠির মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই সংঘর্ষের পরিবেশ। তাই বলছি বিএনপির দেওয়া সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার (১২ জুন) গলাচিপা ও দশমিনার বিভিন্ন এলাকায় আমাদের কার্যালয়ে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন দেওয়া এবং নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। কালারাজা, চরকাজল, চরবিশ্বাস ও পাতাবুনিয়াসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মারধর করা হয়েছে।
তিনি বলেন, এসব ঘটনায় ইতোমধ্যে ১২০ জন আহত হয়েছেন, ১৭টি অফিস ভাঙচুর করা হয়েছে, দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
নুরুল হক নুর বলেন, আমরা নেতাকর্মীদেরকে বলেছি, প্রত্যেকটি ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলা করুন এবং প্রশাসনের সহযোগিতা চান। অন্যথায় আপনারা অনিরাপদ। গতকালকের ঘটনার পরেই আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের ভূমিকা দেখেই, আমাদের পরবর্তী করণীয় এবং কর্মকৌশল ঠিক করব।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা একটি বড় রাজনৈতিক দল, আপনাদের কাছ থেকে জনগণ অনেক কিছু আশা করে। এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার