ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
অবরুদ্ধ নুরুল হক নুর, নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।
রাত ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় এক দলীয় কর্মীর স্মরণসভা শেষে ফেরার পথে নুরুল হক নুরের ওপর হামলা হয়। গাছ ফেলে রাস্তা আটকানো হয় এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ৮-১০টি মোটরসাইকেলে। রাতভর অবরুদ্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশ ভোররাত ৪টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোতে নিয়ে যায়।
নুর তার ফেসবুক পোস্টে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও ‘সন্ত্রাসীদের’ রাস্তা থেকে সরাতে পারেনি। এক ভিডিও বার্তায় তিনি জানান, হামলাকারীরা রড, রামদা নিয়ে আক্রমণ চালায় এবং স্থানীয়দের মারধর করে।
অন্যদিকে বিএনপি নেতা হাসান মামুন দাবি করেন, নুরুল হক সম্প্রতি এক জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন ও তার অনুসারীরা চরবিশ্বাস বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি এবং অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে উদ্ধারের অনুরোধ করেছি।’
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম জানান, দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নুরকে উপজেলা ডাকবাংলোতে আশ্রয় দেওয়া হয়। পরে প্রশাসন নিরাপত্তা দিতে অপারগতা জানালে তাকে জেলা শহরে ফিরে যেতে বলা হয়। তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক ছিল কিন্তু এই ঘটনার মাধ্যমে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তবে এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি, যদিও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত