ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
কোভিড পরীক্ষায় নতুন ২৮ হাজার কিট সরবরাহ
 
                                    করোনাভাইরাস সংক্রমণ আবারও ধীরে ধীরে বাড়তে থাকায় দেশে ফের করোনা পরীক্ষা কার্যক্রম জোরদার করতে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই লক্ষ্যে দেশে ২৮ হাজার র্যাপিড অ্যান্টিজেন কিট পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
বুধবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে সীমিত পরিসরে কিছু জায়গায় কোভিড পরীক্ষা চলছে। তবে আগের অনেক কিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছু সমস্যা হয়েছিল। জরুরি ভিত্তিতে ২৮ হাজার র্যাপিড অ্যান্টিজেন কিট সংগ্রহ করেছি। আজকের মধ্যেই আরও ১০ হাজার আর্টিফিশিয়াল অ্যান্টিজেন কিট দেশে পৌঁছাবে বলে আশা করছি।”
তিনি জানান, প্রয়োজনে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে আরও কিট সংগ্রহ করা হবে।
ডা. আবু জাফর বলেন, “সব রোগীর কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই। যাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা কোভিড-সংক্রান্ত উপসর্গ রয়েছে, শুধু তাদেরই পরীক্ষা করাতে হবে। চিকিৎসকরাও উপসর্গ বিবেচনায় পরামর্শ দেবেন।”
ভ্যাকসিন নিয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, “১৮ বছরের ঊর্ধ্বে যারা মানুষের সংস্পর্শে কাজ করেন, বা যারা অন্তঃসত্ত্বা—তাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ নেওয়া খুবই জরুরি।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, দেশে এখনও সংক্রমণ পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সংক্রমণের হার ছিল ১২ থেকে ১৩ শতাংশের মধ্যে।
গত সোমবার (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জন ও মঙ্গলবার (১০ জুন) ১০১ জনের নমুনায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিচ্ছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, “ভয়ের কিছু নেই। জনগণকে সচেতন থাকতে হবে, আতঙ্কিত নয়।”
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করানোর আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                    -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
             
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    