ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা
.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান লিখেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।’
তিনি লেখেন, ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা।
বিশ্বাসীদের পবিত্র আকাঙ্ক্ষা হলো আল্লাহর সান্নিধ্য লাভ করা। তিনি বলেন, এই নৈকট্য অর্জনের প্রত্যাশায় মানুষ কোরবানি দেয়। আত্মত্যাগ, আত্মশুদ্ধি ও পরিশুদ্ধতার মহিমান্বিত বার্তা নিয়েই প্রতিবছর ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামাজিক অনাচার আর বহুমুখী সংকটের মাঝেও দেশের মুসলিম জনগণ ঈদের আনন্দ ও উৎসবে উচ্ছ্বসিত থাকে।
তিনি মন্তব্য করেন, দেশের মানুষ গত দেড় যুগ ধরে ফ্যাসিবাদের কঠিন সময় পার করেছে। তবে গত বছরের ৫ আগস্টে সেই অপশক্তির পতনের পর এইবার তুলনামূলক স্বস্তির পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই সময়ের অপশক্তির লোভী ও অনৈতিক আচরণ রাষ্ট্র ও সমাজকে মূল্যবোধহীন করে তুলেছিল। এখন সময় এসেছে — সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার। যেন দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের পুনরাবৃত্তি না ঘটে।
তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। এই উৎসবের অপরিহার্য অংশ হলো পশু কোরবানি। এটি চিত্তশুদ্ধি ও আত্মশুদ্ধির একটি অনুশীলন। ধৈর্য, বিশ্বাস এবং ত্যাগের পরীক্ষার ইতিহাসকে ধারণ করেই মুসলিম সমাজে কোরবানি চালু রয়েছে। এর মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় হয়। আমরা যদি এই উৎসবের মূল শিক্ষা আত্মস্থ করে মানবিক কল্যাণে আত্মনিয়োগ করি, তবে আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য অর্জন সম্ভব হবে। এই প্রচেষ্টায় সবাইকে অবিচল থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঈদুল আজহা বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। উৎসবের সৌন্দর্য হলো — তা সর্বজনীন। এই দিন মানুষ একত্রিত হয়, শুভেচ্ছা বিনিময় করে এবং ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সবার পক্ষে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করা কঠিন হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের অস্বাভাবিক দাম এবং গ্যাস, বিদ্যুৎ, পানির সংকটে মানুষ দুর্বিষহ দিন পার করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের অবস্থা সবচেয়ে করুণ। তাই এই উৎসবের দিনে যেন কেউ অভুক্ত না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখা দরকার। ঈদের আনন্দ ও ত্যাগের শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক