ঢাকা, রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

করোনায় ফের মৃত্যু, শনাক্ত কমলেও শঙ্কা রয়ে গেল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৫ ১৭:৫২:০৩
করোনায় ফের মৃত্যু, শনাক্ত কমলেও শঙ্কা রয়ে গেল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস থেকে আরও ৩ জন সুস্থ হয়েছেন। এতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। এ সময়ের মধ্যে দেশে করোনায় নতুন করে কোনো মৃত্যুর খবর না মিললেও, মোট মৃত্যু এখন পর্যন্ত ২৯ হাজার ৫০০ জনেই রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, যখন একসঙ্গে ৩ জনের দেহে এ ভাইরাস ধরা পড়ে। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত