ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

উন্মুক্ত ডোনেশন ক্যাম্পেইন ঘোষণা করল আপ বাংলাদেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০২ ১৬:১১:৫৬
উন্মুক্ত ডোনেশন ক্যাম্পেইন ঘোষণা করল আপ বাংলাদেশ

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঘোষণা করেছে তাদের উন্মুক্ত ডোনেশন ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের মূল স্লোগান – “জনগণের অর্থে জনগণের রাজনৈতিক প্ল্যাটফর্ম”।

গত ৯ই মে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করে আপ বাংলাদেশ। প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য – দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং দলীয় কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটিয়ে এক সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, “জনগণের অর্থেই গড়ে উঠবে জনগণের ভবিষ্যৎ।” এজন্য অর্থসংগ্রহের লক্ষ্যে শুরু হয়েছে উন্মুক্ত ডোনেশন ক্যাম্পেইন। এতে দেশবাসী ও সমর্থকদের আহ্বান জানানো হয়েছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদানের জন্য।

অর্থনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা দিতে গঠিত হয়েছে তিনটি পৃথক কমিটি — ফাইন্যান্স, অডিট এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি। পাশাপাশি গৃহীত হয়েছে একটি খসড়া ফাইন্যান্সিয়াল পলিসি। এর আওতায় পরিচালিত হবে সকল আর্থিক কার্যক্রম।

ইতোমধ্যেই গত ১৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কালের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে আপ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে। দলের পক্ষ থেকে জানানো হয় প্রতি ত্রৈমাসিকে প্রকাশিত হবে আর্থিক প্রতিবেদন, যাতে জনগণের দান করা অর্থের যথাযথ ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত হয়।

ডোনেশন প্রদান করা যাবে নিম্নলিখিত মাধ্যমে:

ব্যাংক ট্রান্সফার:

নাম: Sibgatullah Toki (Lead, Finance Committee)

হিসাব নম্বর: 20502920204293101

শাখা: কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ

ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS):

বিকাশ: 01521258940 (Personal)

নগদ: 01521258940 (Personal)

রকেট: 01521258940 (Personal)

এ বিষয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “আপ বাংলাদেশ কেবল একটি প্ল্যাটফর্ম নয়। এটি নতুন বাংলাদেশের স্বপ্ন। এই আন্দোলনে আপনার অনুদান শুধু অর্থ নয়, এটি একটি নতুন রাজনৈতিক ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত