ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
আলফালাহ ব্যাংকের ব্যবসা অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়া

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক ব্যাংক আলফালাহ-এর ব্যবসা অধিগ্রহণে এগিয়ে এসেছে দেশীয় বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে ব্যাংক এশিয়া ও আলফালাহ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৮ মে) এই সমঝোতা স্মারকটি সই হয়। তবে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে বাংলাদেশ ব্যাংক ও স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ব্যাংক আলফালাহ পাকিস্তানের বৃহত্তম ব্যাংকগুলোর একটি, যার মূল মালিকানা আবুধাবি গ্রুপের হাতে। করাচিভিত্তিক এই ব্যাংকটির পাকিস্তানে ২০০টিরও বেশি শাখা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনা করছে।
২০০৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা ব্যাংক আলফালাহ বর্তমানে ঢাকার গুলশান, মতিঝিল (ইসলামিক), ধানমন্ডি, উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও সিলেট—এই সাতটি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে। তবে গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা, অদক্ষতা এবং অনিয়মের কারণে ব্যাংকটির পারফরম্যান্স নিম্নমুখী ছিল। বিশেষ করে খেলাপি ঋণের উচ্চ প্রবণতা ব্যাংকটির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলে।
এই প্রেক্ষাপটে ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশ ইউনিট বিক্রির পরিকল্পনা নেয় এবং সম্ভাব্য ক্রেতা হিসেবে ব্যাংক এশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে। একাধিক ধাপে আলোচনা শেষে ২০২4 সালের এপ্রিল মাসে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এক ঘোষণার মাধ্যমে ব্যাংকটি জানায়, তারা বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখযোগ্য যে, ব্যাংক এশিয়ার রয়েছে বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণের পূর্ব অভিজ্ঞতা। ২০০১ সালে কানাডাভিত্তিক নোভা স্কোশিয়া ব্যাংক এবং একই বছরে পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ ইউনিট অধিগ্রহণ করে ব্যাংকটি। এবার তৃতীয়বারের মতো ব্যাংক এশিয়া একটি বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণ করতে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’