ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
আলফালাহ ব্যাংকের ব্যবসা অধিগ্রহণ করছে ব্যাংক এশিয়া
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক ব্যাংক আলফালাহ-এর ব্যবসা অধিগ্রহণে এগিয়ে এসেছে দেশীয় বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে ব্যাংক এশিয়া ও আলফালাহ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৮ মে) এই সমঝোতা স্মারকটি সই হয়। তবে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে বাংলাদেশ ব্যাংক ও স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ব্যাংক আলফালাহ পাকিস্তানের বৃহত্তম ব্যাংকগুলোর একটি, যার মূল মালিকানা আবুধাবি গ্রুপের হাতে। করাচিভিত্তিক এই ব্যাংকটির পাকিস্তানে ২০০টিরও বেশি শাখা রয়েছে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, আফগানিস্তান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনা করছে।
২০০৫ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা ব্যাংক আলফালাহ বর্তমানে ঢাকার গুলশান, মতিঝিল (ইসলামিক), ধানমন্ডি, উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও সিলেট—এই সাতটি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে। তবে গত কয়েক বছর ধরে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতা, অদক্ষতা এবং অনিয়মের কারণে ব্যাংকটির পারফরম্যান্স নিম্নমুখী ছিল। বিশেষ করে খেলাপি ঋণের উচ্চ প্রবণতা ব্যাংকটির ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলে।
এই প্রেক্ষাপটে ২০২৩ সাল থেকে ব্যাংক আলফালাহ তাদের বাংলাদেশ ইউনিট বিক্রির পরিকল্পনা নেয় এবং সম্ভাব্য ক্রেতা হিসেবে ব্যাংক এশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে। একাধিক ধাপে আলোচনা শেষে ২০২4 সালের এপ্রিল মাসে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে এক ঘোষণার মাধ্যমে ব্যাংকটি জানায়, তারা বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখযোগ্য যে, ব্যাংক এশিয়ার রয়েছে বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণের পূর্ব অভিজ্ঞতা। ২০০১ সালে কানাডাভিত্তিক নোভা স্কোশিয়া ব্যাংক এবং একই বছরে পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ ইউনিট অধিগ্রহণ করে ব্যাংকটি। এবার তৃতীয়বারের মতো ব্যাংক এশিয়া একটি বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণ করতে যাচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে