ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে ‘রহস্যজনক গর্ত’ নিয়ে যা জানা যাচ্ছে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১৪:৫৭:০৭
রাজধানীতে ‘রহস্যজনক গর্ত’ নিয়ে যা জানা যাচ্ছে

সাধারণত গ্রাম বা মফস্বলের সড়কে গর্ত হওয়া নিয়মিত ঘটনা হলেও এবার সেই চিত্র দেখা গেল রাজধানী ঢাকায়। ঘটনাটি ঘটেছে ধানমন্ডির শংকর এলাকায়, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকে ঘটনাস্থলে ভিড় করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সরব আলোচনা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) বিকেলে। ধানমন্ডির শংকরে পদচারী-সেতুর ১৫ মিটার দক্ষিণে ৬৮ নম্বর বাড়ির সামনের পিচঢালা সড়ক হঠাৎ দেবে গিয়ে একটি গর্ত তৈরি হয়। এই ঘটনার পরপরই ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কারণ কী?

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলীরা প্রাথমিকভাবে ধারণা করছেন সাম্প্রতিক সময়ে ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) সেখানে মাটির নিচে বিদ্যুতের কাজ করেছিল। সম্ভবত ঠিকমতো পুনরায় মেরামত না করায় মাটি ধসে রাস্তা দেবে গেছে।

এছাড়া ঘটনাস্থলে ঢাকা ওয়াসার একটি পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গর্তের ভেতর দিয়ে নিরবিচারে পানি প্রবাহিত হচ্ছে, যা মাটির ভেতরের গঠন দুর্বল করে ফেলেছে। ওয়াসার টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।

পুলিশ ও সিটি করপোরেশনের বক্তব্য

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, গর্তের ভেতরে পানি প্রবাহ ও বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের সংযোগ লাইন দেখা গেছে। তিনি জানান পানি চলাচলের কারণে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ক্ষতিগ্রস্ত পাশে যান চলাচল বন্ধ থাকলেও বিপরীত পাশে এখনো সীমিতভাবে যান চলাচল চলছে। ওয়াসা ইতোমধ্যে পানির পাইপ মেরামতের কাজ শুরু করেছে এবং প্রয়োজনীয় সামগ্রী ঘটনাস্থলে পৌঁছে গেছে।

জনগণের ভাবনা

গর্তের খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনাস্থলে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন—সব মিলিয়ে ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সিটি করপোরেশন জানিয়েছে, যত দ্রুত সম্ভব পানির সংযোগ মেরামতের কাজ শেষ করে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত