ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সচিবালয়ের সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্তের সময় জানালেন ভূমি সচিব

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১২:৫০:৫৭
সচিবালয়ের সংকট নিরসনে চূড়ান্ত সিদ্ধান্তের সময় জানালেন ভূমি সচিব

সরকারি চাকরি সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ জারিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনে গঠিত সাত সদস্যের সচিব কমিটি বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর সচিবালয়ে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানান, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে জানাবেন। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলেই এই বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়টি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে ভূমি সচিবের সঙ্গে আলোচনার পরই আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত