ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
আপিল বিভাগের রায়ে চাকরি ফিরে পেলেন ৯৮৮ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন। আদালত তাঁদের জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মানবিক দিক বিবেচনায় তাদের সুবিধাদি নির্ধারণের দায়িত্বও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের রায় অনুসরণ করে তাঁদের চাকরি বাতিল করা হয়।
২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগ এই বিষয়ে একটি রায় দেয়। সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার অনুমতি মেলে ২০২৩ সালের ১ ডিসেম্বর। পরবর্তীতে এই আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
চাকরিচ্যুতদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খায়ের এজাজ মাসউদ, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সালাহ উদ্দিন দোলন, মো. আসাদুজ্জামান ও রুহুল কুদ্দুস কাজল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা
- ‘বাংলাদেশের শেয়ারবাজার ডাকাতদের আড্ডা হয়ে গেছে’
- কমোডিটি ডেরিভেটিভ যুগে প্রবেশ করছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও বৈশ্বিক কাস্টডিয়ান ব্যাংকের বৈঠক