ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
আপিল বিভাগের রায়ে চাকরি ফিরে পেলেন ৯৮৮ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন। আদালত তাঁদের জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মানবিক দিক বিবেচনায় তাদের সুবিধাদি নির্ধারণের দায়িত্বও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের রায় অনুসরণ করে তাঁদের চাকরি বাতিল করা হয়।
২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগ এই বিষয়ে একটি রায় দেয়। সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার অনুমতি মেলে ২০২৩ সালের ১ ডিসেম্বর। পরবর্তীতে এই আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।
চাকরিচ্যুতদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খায়ের এজাজ মাসউদ, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সালাহ উদ্দিন দোলন, মো. আসাদুজ্জামান ও রুহুল কুদ্দুস কাজল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা