ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আপিল বিভাগের রায়ে চাকরি ফিরে পেলেন ৯৮৮ জন

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ মে ২৭ ২১:২৬:১২
আপিল বিভাগের রায়ে চাকরি ফিরে পেলেন ৯৮৮ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ রায় দেন। আদালত তাঁদের জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সালাহ উদ্দিন দোলন জানান, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে ‘অসাধারণ ছুটি’ হিসেবে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মানবিক দিক বিবেচনায় তাদের সুবিধাদি নির্ধারণের দায়িত্বও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৪ সালের আগস্ট পর্যন্ত এসব কর্মকর্তা-কর্মচারীকে এমএলএসএস থেকে শুরু করে ডেপুটি রেজিস্ট্রার পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালতের রায় অনুসরণ করে তাঁদের চাকরি বাতিল করা হয়।

২০১৬ সালের ১৯ মে আপিল বিভাগ এই বিষয়ে একটি রায় দেয়। সেই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার অনুমতি মেলে ২০২৩ সালের ১ ডিসেম্বর। পরবর্তীতে এই আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো।

চাকরিচ্যুতদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খায়ের এজাজ মাসউদ, আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন সালাহ উদ্দিন দোলন, মো. আসাদুজ্জামান ও রুহুল কুদ্দুস কাজল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই ও আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থান ও রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দোয়ার আয়োজন ও... বিস্তারিত