ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

পাঁচ জরুরি সেবা নিয়ে এলো নতুন ওয়ান স্টপ সার্ভিস

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ মে ২৬ ০৭:০১:৫১
পাঁচ জরুরি সেবা নিয়ে এলো নতুন ওয়ান স্টপ সার্ভিস

সরকার দেশের ব্যবসা শুরুর প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে বড় উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং ছয়টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্ম থেকে একক আবেদনের মাধ্যমে ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পাঁচটি সেবা—নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা—সহজে ও দ্রুত পাবেন।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন অনুষ্ঠানে বলেন, বিশ্বের অনেক দেশে সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা সম্ভব, বাংলাদেশেও সেই লক্ষ্যে কাজ চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে এই পাঁচটি সেবা অনলাইনে চালু করা হবে এবং পরে আরও সেবা যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এই সেবা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ তারা একবারে সমস্ত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন অনলাইনে পেয়ে যাবেন এবং প্রক্রিয়া সহজে ট্র্যাক করতে পারবেন।

বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘ওয়ান প্রসেস ওয়ান ফি’ ধারণায় এই ডিজিটাল সেবা দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করবে।

বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়ও নতুন সেবা পদ্ধতির কাঠামো ও সুবিধা তুলে ধরেন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত