ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত

২০২৫ মে ২৪ ২৩:০৪:২৯
দুই বিষয়ে রোডম্যাপ চেয়েছে জামায়াত

ডুয়া ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দুটি বিষয়ে পরিষ্কার রোডম্যাপ চাওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে দলটি প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট দিকনির্দেশনা চেয়েছে।

শফুকুর রহমান বলেন, "আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। এর মধ্যে একটা বিষয়, নির্বাচনটা কখন হবে? আপনি যে সময়সীমা দিয়েছেন, এর ভেতরেই জনগণের কোনো বড় ধরনের ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। দুই নম্বর আমরা বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে।"

তিনি আরও বলেন, "সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভবও না। মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে।"

উপদেষ্টাদের পদত্যাগ ইস্যুতে জামায়াত আমির বলেন, "তারা কারও পদত্যাগ চান না।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে