ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আইনি মতামত পাওয়ার পর শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত’

২০২৫ মে ২৪ ১৯:১২:২২
‘আইনি মতামত পাওয়ার পর শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত’

ডুয়া ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো চিঠি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসির আইন শাখার মতামত চাওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, "আমরা দুদকের চিঠি পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইন শাখার মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

দুদকের চিঠিতে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণার সময় হলফনামায় নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ ৬.৫০ একর উল্লেখ করেন এবং ক্রয়মূল্য দেখান ১ লাখ ৭৫ হাজার টাকা। তবে দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে তার মালিকানাধীন জমির পরিমাণ দেখানো হয় ২৮.৪১১ একর এবং এর মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। অর্থাৎ, তিনি হলফনামায় ২১.৯১ একর জমির তথ্য গোপন করেছেন বলে উল্লেখ করে দুদক।

চিঠিতে আরও বলা হয়, শেখ হাসিনা তৎকালীন এমপি ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের শুল্কমুক্ত সুবিধায় একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করেন। গাড়িটির দাম ছিল ২ লাখ ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা)। এটি সুধা সদন ঠিকানা ব্যবহার করে নিবন্ধিত করা হয় এবং ব্যক্তিগতভাবে তিনি তা ব্যবহার করেন। অথচ প্রফেসর সিরাজুল আকবরের আয়কর নথি বা তার নির্বাচনি হলফনামায় এ গাড়ির কোনো তথ্য ছিল না।

এসব তথ্যের ভিত্তিতে দুদক অনুরোধ করেছে, শেখ হাসিনার বিরুদ্ধে 'গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২'-এর আওতায় হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে।

ইসির আইন শাখা থেকে মতামত পাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে