ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

না ফেরার দেশে জনপ্রিয় খল অভিনেতা

২০২৫ মে ২৪ ২১:৫৩:৪৩
না ফেরার দেশে জনপ্রিয় খল অভিনেতা

ডুয়া ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৪ বছর।

আজ শনিবার (২৪ মে) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুকুল দেব বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ইন্ডিয়া টুডেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘সন অব সর্দার’ সিনেমায় মুকুলের সহ-অভিনেতা বিন্দু দারা সিং।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুকুলের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয় শোবিজ অঙ্গনে। এবার ভাইয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেতা রাহুল দেব।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে মুকুলের ভাই রাহুল দেবও এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন তার শেষকৃত্যের কথা। তিনি লিখেছেন, “গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুল তার কন্যা সিয়া দেবের সঙ্গে থাকতেন।”

রাহুল দেব আরও লিখেছেন, “মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইয়ের ছেলে সিদ্ধান্ত দেবও তাকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় তার শেষকৃত্যে যোগ দিন।”

মুকুল দেবের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি, এমনকি ভাই রাহুল দেবও এ বিষয়ে কিছু জানাননি। মুকুলের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই বলিউডের সহকর্মীরা তার বাসায় পৌঁছাতে শুরু করেছেন।

সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন মনোজ বাজপেয়ী, বিন্দু দারা সিং ও দীপশিখা নাগপালসহ অনেকে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় মুকুল দেবের। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড, পাঞ্জাবি, বাংলা ও দক্ষিণী চলচ্চিত্রে সমানভাবে পরিচিত ছিলেন তিনি।

‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘ডন’ এবং ‘জয় হো’র মতো হিন্দি ও আঞ্চলিক ভাষার বহু ছবিতে অভিনয় করেছেন মুকুল। পাশাপাশি টিভি পর্দায়ও ছিলেন দারুণ জনপ্রিয়। ‘ঘরওয়ালি উপরওয়ালি’ এবং ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো ধারাবাহিকে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

বাংলা সিনেমাতেও খলনায়কের চরিত্রে কাজ করেছেন তিনি। বিশেষভাবে জিৎ অভিনীত ‘আওয়ারা’ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে রেখাপাত করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে