ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ড. ইউনূসের সঙ্গে রোববার সর্বদলীয় বৈঠক

২০২৫ মে ২৪ ১৭:৩৫:২০
ড. ইউনূসের সঙ্গে রোববার সর্বদলীয় বৈঠক

ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তার সরকারি বাসভবন যমুনায়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে এ আলোচনা ডাকা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, জুলাই মাসের সম্ভাব্য গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যেসব রাজনৈতিক দল সক্রিয়, তাদের প্রত্যেক দল থেকে একজন করে প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন এই সংলাপে অংশ নিতে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নিশ্চিত করেছেন যে, তার দলকেও বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, একজন উপদেষ্টা ফোন করে জানিয়েছেন, রোববার বিকেল ৫টা থেকে এই সর্বদলীয় বৈঠক শুরু হবে এবং এতে তিনি অংশ নেবেন।

এদিকে শনিবার সন্ধ্যায় আলাদা করে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও যমুনা ভবনে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৭টায় এবং জামায়াতের সঙ্গে রাত সাড়ে ৮টায় নির্ধারিত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে