ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

রাবির ‘এ’ ও ‘সি’ ইউনিটে পছন্দক্রম ফরম পূরণ শুরু ২৬ মে

২০২৫ মে ২৪ ১২:১৭:২৪
রাবির ‘এ’ ও ‘সি’ ইউনিটে পছন্দক্রম ফরম পূরণ শুরু ২৬ মে

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৬ মে সোমবার থেকে। এ কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

‘এ’ ইউনিট:

‘এ’ ইউনিটের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ও সংগীত, নাট্যকলা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একইসঙ্গে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের ২৬ মে থেকে ৩১ মে-র মধ্যে অনলাইনে বাধ্যতামূলকভাবে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

উল্লেখ্য, কেউ এই সময়ের মধ্যে ফরম না পূরণ করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া পছন্দ অনুযায়ী কোনো বিভাগে নির্বাচিত হলে সেই বিভাগেই ভর্তি হতে হবে; অন্যথায় প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

‘সি’ ইউনিট:

‘সি’ ইউনিটের অধীন বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদেরও ২৬ মে থেকে ৩১ মে-র মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

তবে ‘সি’ ইউনিটে ফরম পূরণের ক্ষেত্রে সব বিষয় পছন্দক্রমে রাখা বাধ্যতামূলক নয়।

নির্বাচনের ফল ও ভর্তি:

‘এ’ ইউনিটে বিভাগের আসনসংখ্যা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২ জুন।

সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হবে ১৬ জুন থেকে।

‘সি’ ইউনিটে প্রথম নির্বাচনী তালিকা প্রকাশিত হবে ৪ জুন বিকেলে এবং দ্বিতীয় তালিকা ২১ জুন বিকেলে।

প্রথম দফার ভর্তি ১৬-১৮ জুন, দ্বিতীয় দফার ভর্তি ২৩-২৪ জুন অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছুদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ভর্তি রাবি

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে