ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

২০২৫ মে ২৪ ১২:০৫:২৬
শনিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ

ডুয়া ডেস্ক: জ্যৈষ্ঠ মাসের তীব্র গরমে হাঁসফাঁস করছে রাজধানীবাসী। এরই মাঝে হঠাৎ পাওয়া সামান্য বৃষ্টি যেন কিছুটা প্রশান্তি এনে দিয়েছে। তবুও এই রোদ-বৃষ্টির খেলা উপেক্ষা করেই অনেকেই আজ শনিবার (২৪ মে) বের হচ্ছেন বাজার করতে কিংবা প্রিয় শপিং সেন্টারে ঘুরতে। কিন্তু অনেক সময়ই গন্তব্যে পৌঁছে দেখা যায় দোকান বা মার্কেটটি আজ বন্ধ! এমন অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই জেনে নিন—আজ রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও শপিং সেন্টার অর্ধদিবস বা পুরোদিন বন্ধ থাকবে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২৪ মে শনিবার ঢাকার কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে—

যেসব এলাকার দোকানপাট অর্ধদিবস বন্ধ থাকবে

বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চাঙ্খারপুল ও লক্ষ্মীবাজার।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে

গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন ও ইসলামপুর কাপড়ের দোকান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে