ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
রাজনীতিতে গুমোট পরিস্থিতিতে চাপা উত্তেজনা, নতুন মোড়

ডুয়া ডেস্ক: দেশের রাজনীতিতে গত কয়েক দিন ধরে চাপা উত্তেজনা ও গুমোট পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্যে নতুন মোড় নিয়েছে এই রাজনৈতিক অস্থিরতা। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। এ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বয়ে যায়।
একই সময়ে অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে মান-অভিমান ভুলে এক হওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে চলমান আন্দোলন। এ দাবিতে বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরে বুধবার সকাল থেকে কাকরাইল মোড়েও অবস্থান নেন ইশরাকের সমর্থকেরা। এই আন্দোলনের সূত্র ধরে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যে। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা গেলেও তাদের অর্থনৈতিক ভিত্তি এখনো অক্ষুণ্ন রয়ে গেছে। এমনকি বিএনপির রাজনীতিও সেই টাকায় চলে—এই দাবি ঘিরে শুরু হয় বিতর্ক।
বিএনপির জবাবে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়”—এমন মন্তব্যের জবাবে সীমার মধ্যে থাকার আহ্বান জানান।
তবে সব উত্তেজনার মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সেনাবাহিনীর একটি বৈঠকে সেনাপ্রধানের নির্বাচন সংক্রান্ত বক্তব্য। ইশরাকের পক্ষে আদালতের রায় আসার পর বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে রাজপথ ছাড়েন নেতাকর্মীরা।
পরিস্থিতির উত্তাপ কিছুটা কমাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম অতীতের বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন এবং ‘জুলাইয়ের চেতনা’ ধারণ করে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। জামায়াতের পক্ষ থেকেও দায়িত্বশীল ও দূরদর্শী আচরণের অনুরোধ এসেছে।
তবে রাজনৈতিক শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে তৈরি হওয়া এই গুমোট পরিস্থিতি কীভাবে নিরসন হবে সে প্রশ্নে এখন সবার দৃষ্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা