ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাক উত্তেজনা: এবার কূটনীতিক বহিষ্কার করল পাকিস্তান

২০২৫ মে ২২ ১৪:২২:৫৬
ভারত-পাক উত্তেজনা: এবার কূটনীতিক বহিষ্কার করল পাকিস্তান

ডুয়া ডেস্ক: কূটনৈতিক নিয়মনীতি লঙ্ঘন এবং দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অপ্রীতিকর ব্যক্তি’ ঘোষণা করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ওই কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বৈঠকে পাকিস্তানি পক্ষ ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীদের কূটনৈতিক আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার এবং সুযোগ-সুবিধার অপব্যবহার না করার বিষয়ে জোর দেয়।

পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে, যখন এর কিছুক্ষণ আগে ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে