ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বৈষম্যবিরোধীর ৩০ নেতাকর্মীর পদত্যাগ

২০২৫ মে ২২ ১০:৫৬:৩৮
বৈষম্যবিরোধীর ৩০ নেতাকর্মীর পদত্যাগ

ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন।

বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা।

উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

নতুন সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

ছাত্রদলে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। আজ আমি আমার অনুসারীদের নিয়ে সেই সংগঠন থেকে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিয়েছি।”

নেতারা আশা প্রকাশ করেন নতুন এই নেতাকর্মীদের যুক্ত হওয়ায় কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে