ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইশরাক

২০২৫ মে ১৭ ১৭:৪৩:৩২
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইশরাক

ডুয়া ডেস্ক: গত দুইদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে। দু’দিনই তার অনুসারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেয়। চলমান এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ শনিবার (১৭ মে) সন্ধ্যায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন ইশরাক হোসেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলের এই সংবাদ সম্মলেনে ইশরাক হোসেন চলমান পরিস্থিত এবং তার অবস্থান পরিষ্কার করবেন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। জানা গেছে, ভবনের ৬৫টি ফটকে তালা লাগানো হয়েছে, ফলে সেবামূলক সব কার্যক্রম বন্ধ রয়েছে।

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

এদিকে আজ (শনিবার) বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে, সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।

নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার কারণে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে রয়েছেন। কেউই ভবনে প্রবেশ করতে পারছেন না।

উল্লেখ্য, নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের অফিসও রয়েছে। এখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কার্যালয় অবস্থিত। তবে তালা দেওয়ার কারণে ওই কার্যালয়ের সকল কার্যক্রমও বর্তমানে স্থবির হয়ে পড়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে