ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শাহবাগ অবরোধে নার্সিং কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

২০২৫ মে ১৪ ১৭:১৯:১২
শাহবাগ অবরোধে নার্সিং কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

ডুয়া ডেস্ক: হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে শত শত শিক্ষার্থী সড়কে নেমে আসেন। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা জানায়, উচ্চমাধ্যমিক পাসের পর করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি স্নাতক সমমানের (ডিগ্রি পাস) স্বীকৃতি দিতে হবে—এই দাবিতে তারা আন্দোলন করছেন।

দিনের শুরুতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। তবে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

তাদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই এই দাবিতে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে