ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের জন্যও : প্রধান উপদেষ্টা

২০২৫ মে ১৪ ১২:৩৭:১২
চট্টগ্রাম বন্দর নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের জন্যও : প্রধান উপদেষ্টা

ডুয়া ডেস্ক: চট্টগ্রাম বন্দরকে উপেক্ষা করে দেশের অর্থনৈতিক অগ্রগতি কল্পনা করা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটি শুধু আমাদের দেশের জন্য নয়, প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, "নেপালের তো সমুদ্রবন্দরই নেই, ফলে আমাদের এই হৃৎপিণ্ড দিয়েই তাদের চলতে হয়। আমরা চাই তারা এ বন্দর ব্যবহারের সুযোগ পাক, এতে উভয়পক্ষই লাভবান হবে। একই কথা প্রযোজ্য ভুটান ও সেভেন সিস্টার্সের ক্ষেত্রেও।"

প্রধান উপদেষ্টা আরও বলেন, “যারা চট্টগ্রাম বন্দরকে গুরুত্ব না দিয়ে চলতে চায়, তারাই ক্ষতিগ্রস্ত হবে। এই বন্দরকে কার্যকরভাবে ব্যবহার করতে পারলেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসবে এবং অর্থনীতি রূপান্তরের পথে এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শনের পর বক্তব্য রাখেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন। পরে বন্দর এলাকা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ, যেখানে ড. ইউনূসকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করা হবে। বিকেলে দীর্ঘ ৮ বছর পর হাটহাজারীর বাথুয়া গ্রামে নিজ বাড়িতে যাবেন তিনি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ জেলা চট্টগ্রামে এলেন ড. মুহাম্মদ ইউনূস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে