ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জ্বালানি খাতে ১৬ কোম্পানির শেয়ারে বিনিয়োগ, মিলতে পারে মুনাফা

২০২৫ মে ১৩ ১৮:৫৫:১৪
জ্বালানি খাতে ১৬ কোম্পানির শেয়ারে বিনিয়োগ, মিলতে পারে মুনাফা

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি। এর মধ্যে ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের (এনএভিপিএস) চেয়ে কম দরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্পদমূল্যের তুলনায় সবচেয়ে কম দরে লেনদেন হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শেয়ার। কোম্পানিটির বর্তমান শেয়ারদর ৩১ টাকা ৪০ পয়সা, আর শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩২ টাকা ৬১ পয়সা। অর্থাৎ সম্পদমূল্যের তুলনায় শেয়ারদর ১০১ টাকা ২১ পয়সা কম।

দ্বিতীয় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে তিতাস গ্যাসেরশেয়ার। কোম্পানিটির বর্তমান দর ১৯ টাকা ২০ পয়সা এবং এনএভিপিএস ৯৮ টাকা ১৫ পয়সা— যা সম্পদমূল্যের তুলনায় ৭৮ টাকা ৯৫ পয়সা কম।

তৃতীয় স্থানে রয়েছে যমুনা অয়েল। কোম্পানিটির বর্তমান শেয়ারদর ১৭৩ টাকা ১০ পয়সা এবং এনএভিপিএস ২২৮ টাকা ৬১ পয়সা— অর্থাৎ ৫৫ টাকা ৫১ পয়সা কম।

অন্যান্য কোম্পানির চিত্র

  • পদ্মা অয়েল: শেয়ারদর ১৮০ টাকা ৬০ পয়সা, এনএভিপিএস ২৩১ টাকা ৫৬ পয়সা; শেয়ারদর ৫০ টাকা ৯৬ পয়সা কম।

  • মেঘনা পেট্রোলিয়াম: শেয়ারদর ১৯৯ টাকা ৬০ পয়সা, এনএভিপিএস ২৩৪ টাকা ১২ পয়সা; পার্থক্য ৩৪ টাকা ৫২ পয়সা।

  • সামিট পাওয়ার: শেয়ারদর ১৩ টাকা ৮০ পয়সা, এনএভিপিএস ৪১ টাকা ৪৪ পয়সা; শেয়ারদর কম ২৭ টাকা ৬৪ পয়সা।

  • ডরিন পাওয়ার: শেয়ারদর ২৪ টাকা ২০ পয়সা, এনএভিপিএস ৪৯ টাকা ৫৭ পয়সা; পার্থক্য ২৫ টাকা ৩৭ পয়সা।

  • লুব-রেফ (বাংলাদেশ): শেয়ারদর ১৩ টাকা ৮০ পয়সা, এনএভিপিএস ৩৭ টাকা ৮২ পয়সা; কম ২৩ টাকা ৬২ পয়সা।

  • এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন: শেয়ারদর ১৫ টাকা ৭০ পয়সা, এনএভিপিএস ৩৭ টাকা ৪৫ পয়সা; কম ২১ টাকা ৭৫ পয়সা।

  • ডেসকো: শেয়ারদর ২১ টাকা ৭০ পয়সা, এনএভিপিএস ৩৭ টাকা ৯২ পয়সা; কম ১৬ টাকা ২২ পয়সা।

  • জিবিবি পাওয়ার: শেয়ারদর ৭ টাকা ৯০ পয়সা, এনএভিপিএস ২০ টাকা ২৭পয়সা; কম ১২ টাকা৩৭ পয়সা।

  • বারাকা পাওয়ার: শেয়ারদর ১১ টাকা, এনএভিপিএস ২২ টাকা ৬১ পয়সা; কম ১১ টাকা ৬১ পয়সা।

  • বারাকা পতেঙ্গা পাওয়ার: শেয়ারদর ১৫ টাকা ১০ পয়সা, এনএভিপিএস ২৬ টাকা ৫২ পয়সা; কম ১১ টাকা ৪২ পয়সা।

  • খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল): শেয়ারদর ১০ টাকা ৫০ পয়সা, এনএভিপিএস ১৮ টাকা ৩৪ পয়সা; পার্থক্য ৭ টাকা ৮৪ পয়সা।

  • এসোসিয়েটেড অক্সিজেন: শেয়ারদর ১৩ টাকা ৪০ পয়সা, এনএভিপিএস ১৮ টাকা ৫৬ পয়সা; কম ৫ টাকা ১৬ পয়সা।

  • বিডি ওয়েল্ডিং: শেয়ারদর ৯ টাকা ৬০ পয়সা, এনএভিপিএস ১১ টাকা ৬১ পয়সা; কম ২ টাকা ১ পয়সা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে