ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের হামলা চালানো বিমানঘাঁটিতে গিয়ে যা বললেন মোদি

২০২৫ মে ১৩ ১৮:১০:০৭
পাকিস্তানের হামলা চালানো বিমানঘাঁটিতে গিয়ে যা বললেন মোদি

ডুয়া ডেস্ক: গত সপ্তাহে পাকিস্তানে 'অপারেশন সিঁদুর' চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও গত শনিবার ভোরে ভারতের বিভিন্ন বিমানঘাঁটিতে হামলা চালায়।

পাকিস্তানের দাবি, তাদের সামরিক বাহিনী ভারতের আদমপুর বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে এবং ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ৬০ সৈন্য নিহত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটিই বলা হয়েছিল।

এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের হামলা চালানো সেই আদমপুর বিমানঘাঁটিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল, সেটি সত্যি নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঘাঁটিতে যান। তাকে বহনকারী বিমানটি ওই ঘাঁটির রানওয়েতেই অবতরণ করেছে এবং মোদি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে কথা বলেছেন।

সংবাদমাধ্যমটি আরও জানায়, মোদি সেখানকার সেনাদের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের হামলা প্রতিহত করে দেওয়ায় তাদের স্যালুট জানান। বিমানঘাঁটির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের একাধিক মিসাইল আটকে দিতে সমর্থ হয় আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে এক্স হ্যান্ডলে ছবি প্রকাশ করে মোদী লেখেন, “আজ সকালে, আমি এএফএস আদমপুরে গিয়েছিলাম এবং আমাদের সাহসী বিমান যোদ্ধা এবং সৈন্যদের সাথে দেখা করেছি। সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতীক হিসেবে তাদের সাথে থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। আমাদের সশস্ত্র বাহিনী জাতির জন্য যা কিছু করে তার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞ।”

এর আগে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার ২২ মিনিটের ভাষণে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে অভিযুক্ত করে কড়া হুঁশিয়ারি দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে