ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতির পর কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩

২০২৫ মে ১৩ ১৮:০০:৫৫
যুদ্ধবিরতির পর কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩

ডুয়া ডেস্ক: জম্মু-কাশ্মীরে সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। মঙ্গলবার (১৩ মে) শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে কথিত তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে সাময়িক শান্তি স্থাপিত হয়েছিল, কিন্তু কাশ্মীরের ভেতরে নতুন করে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে।

জানা যায় প্রথমে সংঘর্ষ শুরু হয় কুলগামে, পরে তা ছড়িয়ে পড়ে শোপিয়ানের শোকাল কেলার অঞ্চলের একটি জঙ্গলে। ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী প্রায় দুই ঘণ্টা ধরে কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স (সাবেক টুইটার)-এ জানানো হয়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট অভিযান শুরু করে। সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে উভয়পক্ষে ব্যাপক বন্দুকযুদ্ধ হয়, যাতে তিনজন সন্ত্রাসী নিহত হন। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এখনো অভিযান চলমান রয়েছে এবং আরও একজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে।

এই ঘটনাটি ঘটেছে এক অতি সংবেদনশীল সময়ে। কিছুদিন আগেই কাশ্মীরের পেহেলগামে বিস্ফোরণে ২৬ জন নিহত হওয়ার পর ভারত 'অপারেশন সিঁদুর' নামে পাকিস্তানভিত্তিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। পাল্টাপালটি সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার (১১ মে) যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা উভয়পক্ষ মেনে নেয়। কিন্তু মাত্র দুইদিন পরেই শোপিয়ানে ভারতীয় অভিযান নতুন করে প্রশ্ন তোলে এই শান্তি কতটা টেকসই হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, "অপারেশন সিঁদুর" এখনো শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ গভীর নজরদারিতে রাখা হবে এবং যদি তারা প্রতিশ্রুতি পালন না করে, তাহলে ভারতের প্রতিক্রিয়া হতে পারে কঠোর।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে