ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
দেশের সার্বভৌমত্বে নতুন হুমকি, নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ
ডুয়া ডেস্ক: দুর্গম পাহাড়ি এলাকায় জনসংযোগ উন্নয়ন ও শিল্প স্থাপনের কথা বলে ২০১৮ সালে শুরু হওয়া সীমান্ত সড়ক প্রকল্প এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। ১,০৩৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প বাস্তবায়নে পাহাড়ের প্রাকৃতিক নিরাপত্তা বিনষ্ট হওয়ায় সীমান্ত অরক্ষিত হয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সীমান্ত সড়কের ব্যবহার এবং নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে প্রকল্পের নকশা ও বাস্তবায়নের পেছনে ভারতের ভূরাজনৈতিক স্বার্থকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
প্রকল্পের অগ্রগতি ও জটিলতা
সড়ক ও জনপথ বিভাগের অধীনে পরিচালিত এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। তিন ধাপে নির্মিতব্য সড়কের অধিকাংশ অংশ দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে লোকবসতি নেই বললেই চলে। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফিন জানিয়েছেন, ভৌগোলিক জটিলতার কারণে সড়কের দৈর্ঘ্য ও নকশায় পরিবর্তন আসতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকদের উদ্বেগ
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহীদ উল্লাহ চৌধুরী জানান, সীমান্ত এলাকায় সেনাবাহিনীর স্থায়ী উপস্থিতি আন্তর্জাতিকভাবে সীমাবদ্ধ থাকায় এই ধরনের সড়ক রক্ষায় বিশেষায়িত আধা-সামরিক বাহিনী গঠন প্রয়োজন। বিজিবির পাশাপাশি টহল ও নজরদারির জন্য র্যাবের আদলে নতুন বাহিনী এবং ড্রোনসহ প্রযুক্তিগত নজরদারির ব্যবস্থাও চালু করার পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে অন্তত দুটি বিশেষায়িত কম্পোজিট ব্রিগেড রিজার্ভে রাখা প্রয়োজন, একটি রামগড়ে এবং অন্যটি পার্বত্য সীমান্তের সমতল অংশে।”
ভূরাজনৈতিক বাস্তবতা
বিশেষজ্ঞদের মতে, সীমান্ত সড়ক প্রকল্প ভারতের ‘সেভেন সিস্টার’ রাজ্যগুলোর সঙ্গে বিকল্প সংযোগ স্থাপনের পরিকল্পনার অংশ। শিলিগুড়ির ‘চিকেন নেক’ করিডোর ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারত পার্বত্য চট্টগ্রাম হয়ে বিকল্প রুট তৈরি করতে চায়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. ছালেহ শাহরিয়ার বলেন, “সীমান্ত সড়ক প্রকল্প ভারতের বর্ডার কানেকটিভিটির অংশ। উন্নয়নের মোড়কে বিগত সরকার ভারতীয় স্বার্থেই এই প্রকল্প বাস্তবায়ন করেছে।”
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, “পার্বত্য চট্টগ্রাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দেয়ার কৌশলগত পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সীমান্ত সড়ক সেই পরিকল্পনারই সম্প্রসারিত রূপ।”
করণীয়
-
সীমান্ত সড়কের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন
-
আধুনিক প্রযুক্তি, নজরদারি ড্রোন ও সেন্সর যুক্ত করা
-
বিজিবির ক্যাম্পগুলো সড়কসংলগ্ন এলাকায় সরিয়ে আনা
-
সেনা প্রশিক্ষণে পার্বত্য এলাকায় অভিযানের দক্ষতা অন্তর্ভুক্ত
-
ভারতের ভূরাজনৈতিক আগ্রাসন মোকাবেলায় কূটনৈতিক তৎপরতা জোরদার
তথ্য: আমার দেশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?