ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
৫ মে এদেশে ইসলামপন্থার বিজয় হয়েছে: মাহমুদুর রহমান

ঢাবি প্রতিনিধি : আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে এদেশে ইসলামপন্থার বিজয় হয়েছে। যদি ৫ মে না আসত তাহলে আজও আমাদের কোলকাতা-দিল্লীর শাহবাগী আগ্রাসনের স্বীকার হতে হত। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বুদ্ধিবত্তিক সংগঠন 'ছত্রিশ' আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছত্রিশ এর পরিচালক মিফতাহুল হোসাইন আল মারুফ এর সঞ্চালনায় ও ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও সাংবাদিক মাওলানা আলী হাসান তৈয়ব।
অনুষ্ঠানে বক্তারা গত ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনে বিরোধী দলীয় নেতা-কর্মী ও সরকারবিরোধী সন্দেহে সাধারণ মানুষের উপর ক্রমাগত নিপীড়ন, গণহত্যা, বিচারিক সন্ত্রাস, গুম-খুন, অত্যাচারের অসংখ্য দৃষ্টান্ত তুলে ধরেন। এছাড়াও ঘৃণার চাষাবাদের মাধ্যমে একটি বিশেষ বর্গকে ডিহিউম্যানাইজ করে রাখার প্রচেষ্টার কঠোর সমালোচনাও করেন তারা।
মাহমুদুর রহমান বলেন, ৫ মে হেফাজতের সমাবেশে এদেশে ইসলামপন্থার বিজয় হয়েছে। জুলাইয়ের এই ২য় স্বাধীনতার পরে হেফাজতের উচিৎ শাপলা গণহত্যার বিচারের এক দফা দাবী সরকারের কাছে উপস্থাপন করা।
তিনি আরও বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে শুরু করে মিডিয়া– রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটি পরিসরে এই ঘৃণার চর্চা লক্ষ্য করা যায়, যা প্রতিনিয়ত আওয়ামী দুঃশাসনকে বৈধতা দিয়েছে। ফলে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী থেকে ৬ মার্চ আল্লামা সাঈদীর রায়ের পর দেশজুড়ে চালানো হত্যাযজ্ঞ কিংবা ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে রাতের আঁধারে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার প্রয়াস চালিয়ে সফলও হয়েছে স্বৈরাচার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক বলেন, দিল্লীর আধিপত্যবাদী গোলাম আওয়ামীলীগ ও তাদের দোসররা ৫ই মে, ২০১৩ এর গণহত্যা চালিয়ে বাংলাদেশের ইসলামপন্থাকে চিরতরে নিঃশেষ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তারা পারে নাই।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে গণহত্যার রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ যার সিলসিলায় ঘটেছে পিলখানা গণহত্যা, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিচারিক হত্যাকান্ড, শাপলার গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে গণহত্যা ও জুলাই বিপ্লবের গণহত্যা। এগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ছত্রিশ এর মহাপরিচালক এস এম ফরহাদ বলেন, শাপলা চত্বরের গণহত্যা শুধুমাত্র একটি রাজনৈতিক নিপীড়ন নয়, এর শিকড় আরও গভীরে। সেই শিকড় অনুসন্ধানে ছত্রিশের এবারের আয়োজন "শাপলা ও গণহত্যার সিলসিলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার