ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে ১১০ জনকে ঢোকালো বিএসএফ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ০৭ ১৫:৫১:০৫
বাংলাদেশে ১১০ জনকে ঢোকালো বিএসএফ

ডুয়া ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একদিনে বাংলাদেশে অন্তত ১১০ জনকে পুশ-ইন (জোরপূর্বক প্রবেশ) করেছে বলে অভিযোগ উঠেছে। এসব অনুপ্রবেশকারীর মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক থাকলেও বাকিরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বলে দাবি করেছেন।

বুধবার সকালে কুড়িগ্রাম জেলা থেকে ৪৪ জন এবং খাগড়াছড়ি জেলা থেকে ৬৬ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩০ জন এবং ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে ১৪ জন বাংলাদেশে প্রবেশ করে। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, এদের মধ্যে প্রাথমিক যাচাইয়ে ২২ জন রোহিঙ্গা এবং আটজন বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা সাদিক হোসেন বলেন, “সকালবেলা কিছু নারী-পুরুষকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ ও বিজিবিকে খবর দেই।”

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ১৪ জনই রোহিঙ্গা এবং তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

অন্যদিকে, খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। এর মধ্যে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে আটক করে বিজিবি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, অনুপ্রবেশকারীরা বাংলা ভাষাভাষী এবং নিজেদের গুজরাট থেকে আসা বলে দাবি করেছেন। তারা জানান, বিএসএফ সদস্যরা তাদের বিমানে করে এনে সীমান্তে নামিয়ে বাংলাদেশে প্রবেশ করায়।

তিনি বলেন, “বর্তমানে বিজিবির হেফাজতে থাকা এসব ভারতীয় নাগরিকদের দ্রুত পুশব্যাকের (ফিরিয়ে দেওয়া) চেষ্টা চলছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিজিবির সঙ্গে সমন্বয়ে কাজ করছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

নতুনরূপে আসছে ১০০ টাকার নোট

দেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট)... বিস্তারিত