ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রাশিয়ায় ভয়াবহ ড্রোন হা-ম-লা, ৪ প্রধান বিমানবন্দর বন্ধ

২০২৫ মে ০৬ ১০:৫৮:৪৯
রাশিয়ায় ভয়াবহ ড্রোন হা-ম-লা, ৪ প্রধান বিমানবন্দর বন্ধ

ডুয়া ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতের মতো ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের বিভিন্ন দিক থেকে ছোড়া অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ মহাসড়কে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরেও ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। সেখানে একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়ে কিছু এলাকা দখলে নিলেও পরে রাশিয়া দাবি করে যে তারা পুরো এলাকা পুনর্দখল করেছে।

এই ঘটনার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে