ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
৫ আগস্টের পর হাসনাতের ওপর যত হামলা
-1.jpg)
ডুয়া ডেস্ক: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল রবিবার (৪ মে) রাতে রাজধানী ঢাকায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের পর এটি ছিল তার ওপর পঞ্চম হামলা। ওই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত হাসনাত আব্দুল্লাহর ওপর সর্বশেষ এই হামলায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা যায়, গাজীপুরে ১০-১২ জন যুবক মোটরসাইকেলে এসে রবিবার রাতে হাসনাতের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে তিনি আহত হওয়ার পর তার রক্তাক্ত হাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার গাড়ির কাচ ভেঙে যায়। এ হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর পাশাপাশি ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ইতোমধ্যেই এই ঘটনায় অন্তত ৫৪ জনকে আটক করা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহর ওপর আরও যেসব হামলা হয়েছে
গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যার দিকে চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের গাড়িবহরকে লক্ষ্য করে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা চালায়।
এর আগে, গত ২৫ আগস্ট সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।
এছাড়া গত ২৮ নভেম্বর, ২৪ ঘণ্টার ব্যবধানে দু'বার সড়ক দুর্ঘটনায় আহত হন হাসনাত আবদুল্লাহ। এদিন তার গাড়ি দুটি পৃথক দুর্ঘটনায় পড়লে তিনি আহত হন। একদিনে দুটি দুর্ঘটনা ঘটানোকে তিনি সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন। দুর্ঘটনাগুলি রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে ঘটে।
মাতুয়াইলে হাসনাতের গাড়ির পেছনে আঘাত করে একটি ট্রাক। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এ ঘটনাকে ‘হত্যাচেষ্টা’ বলে অভিযোগ করেন তিনি। আর মাতুয়াইল থেকে ফেরার পথে গুলিস্তানে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা