ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

এক বছরের বেশি সময় পর আজ খুলছে ঢাবির সুইমিংপুল

২০২৫ মে ০৫ ১১:১০:৫৭
এক বছরের বেশি সময় পর আজ খুলছে ঢাবির সুইমিংপুল

ঢাবি প্রতিনিধি: এক বছরেরও বেশি সময় পর আজ ফের খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুল। এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের ২২ এপ্রিল থেকে বন্ধ রয়েছে এটি।

আজ সোমবার সকালে ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া।

তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি উদ্বোধন করবেন। আজ রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে। কাল মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।

গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে সুইমিংপুল। গত ২২ এপ্রিল এটি সংস্কার এবং পুনরায় চালুর দাবি জানিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাবি শাখা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে