ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

প্রাণ রক্ষায় বাঙ্কারে ঢুকছে পাক-ভারত সীমান্তবাসী

২০২৫ মে ০৪ ০৯:৪৭:৫১
প্রাণ রক্ষায় বাঙ্কারে ঢুকছে পাক-ভারত সীমান্তবাসী

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ পরিবারগুলো পুরনো বাঙ্কারগুলো পরিষ্কার করছে আর যাদের বাঙ্কার নেই, তারা নতুন করে বাঙ্কার তৈরি করছেন। এসব বাঙ্কার গোলাগুলির আঘাত থেকে বাঁচাতে সক্ষম হলেও বড় ধরণের বিস্ফোরণ বা গোলার আঘাত প্রতিরোধে কার্যকর নয়। তবুও সীমান্তবাসীদের কাছে এই বাঙ্কারগুলোই এখন একমাত্র ভরসা।

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা এলওসি'র ৭৪৪ কিলোমিটার এলাকা বর্তমানে সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। সেখানে দিনের পর দিন চলছে গুলিবিনিময়, ফলে স্থানীয়রা রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আতঙ্ক বাড়ছেই।

সীমান্তের অনেক বাসিন্দা জানিয়েছেন, অতীতেও তারা গোলাগুলির অভিজ্ঞতা পেয়েছেন কিন্তু এবারকার পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ। দিনে ও রাতে আকাশে যুদ্ধবিমান উড়ে বেড়ানোয় মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে ২ মে শুক্রবার পাকিস্তান একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ৩ মে শনিবার ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা পীরজাদা সৈয়দ বলেন, “আমরা বাঙ্কার খুঁড়ছি কারণ জানি গোলাগুলি কতটা ভয়াবহ হতে পারে।”

২০০৩ সালে ভারত-পাকিস্তান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। ২০২১ সালে আবার দুই দেশ শান্তি রক্ষার বিষয়ে সম্মত হয়। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার ফলে সেই চুক্তি কার্যত ভেঙে পড়েছে।

সীমান্তবাসীরা জানেন না কখন গোলাগুলি শুরু হবে—তাই তারা আগেভাগে সাবধানতা অবলম্বন করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে