ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

২০২৫ মে ০২ ২২:৫৬:৪৬
নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

ডুয়া ডেস্ক: ধরে নিয়ে যাওয়ার পর এবার দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকে দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় ২ নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার (০২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই জনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

এর আগে, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে।

জানা গেছে, দুপুরে সীমান্তের কাছে ধান কেটে মাড়াই করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। ওই সময় ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারিতেও একই উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলের বাসিন্দারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে