ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

২০২৫ মে ০২ ২০:০৬:০৯
বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া

ডুয়া নিউজ: দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আগামী ৫ মে (সোমবার) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে বিমানে ফেরার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে ফ্লাইটটি আগে ঢাকায় অবতরণের প্রস্তাব দেয়। কিন্তু যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে তিনি সেই বিশেষ সুবিধা গ্রহণ করেননি।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রওনা দেবেন। ফ্লাইটটি প্রথমে সিলেটে অবতরণ করবে, পরে ঢাকায় আসবে। বিমানের প্রস্তাব অনুযায়ী রুটটি উল্টো করলে—অর্থাৎ প্রথমে ঢাকায় অবতরণ করলে—খালেদা জিয়ার সময় ও ভ্রমণ কষ্ট কমত। কিন্তু সাধারণ যাত্রীদের অসুবিধা হতে পারে—এ বিবেচনায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সরকার খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে আগে ঢাকায় নামার অনুমতি দিতে চেয়েছিল। তবে যাত্রীসাধারণের কষ্ট হবে ভেবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। তার এই মানবিক বিবেচনা ও সাধারণ যাত্রীদের প্রতি সম্মান জানানো সিদ্ধান্ত দলের পক্ষ থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে