ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
মানবাধিকার সুরক্ষায় কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’
ঢাবি প্রতিনিধি: 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকারও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনী পরামর্শ সহয়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'
রবিবার (২৭ এপ্রিল ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন আয়োজকরা এসব কথা জানান। তাঁরা জানান, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কখনো এই সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
'রাইজ ফর রাইটস' এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংগঠনটি ২৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। আজ রোববার সংবাদ সম্মেলনে সেই কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদ সাকিব এবং সদস্য সচিব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগের শিক্ষার্থী পত্র নন্দিতা। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইসমাঈল নাহিদ ও যুগ্ম সদস্য সচিব হয়েছেন রুকাইয়া রচনা।
সংবাদ সম্মেলন 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের' আহ্বায়ক তাহমিদ সাকিব বলেন,'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকারও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনী সহয়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নের ঘটনাগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় অসংখ্য যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জোরালো ভূমিকা আমরা দেখিনি। নারী শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগে। অসংখ্য নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্তের ঘটনা আমরা দেখি না। এই সংগঠনটি এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব পত্র নন্দিতা বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অপ্রতুল নয়। আহরহ ঘটে। বিশেষ করে রাজনৈতিক পরিসরে। এর বাইরে প্রাতিষ্ঠানিক কাঠামোতেও এটা বিদ্যমান। এ বিষয়ে সচেতনতা তৈরি, ডকুমেন্টশন এবং অধিকার আদায়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন।
তিনি বলেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কখনো এই সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
যেসব কার্যক্রম পরিচালনা করবে:
সংগঠনটি কীধরনের কার্যক্রম পরিচালনা করবে এবিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ইসমাঈল নাহিদ বলেন, নিয়মিত বিরতিতে আমরা পর্যবেক্ষণ রিপোর্ট প্রকাশ করবো যেখানে কতগুলো নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কেমন ছিল সেগুলো তুলে ধরা হবে। তাছাড়া সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন, সভা, সেমিনার, মানববন্ধনসহ বিশ্ববিদ্যালয়ের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আমরা ডকুমেন্টেশন করে প্রতিবছর একটি শ্বেতপত্র প্রদান করবো।
কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এর সদস্য তাপসী রাবেয়া আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মতবিনিময় সভা, আইন ও মানবাধিকার সম্পর্কিত ট্রেনিং প্রোগ্রাম ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করার পাশাপাশি দেশী এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার আয়োজন করা হবে।
২৫ সদস্য আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আরও আছেন, তাপসী রাবেয়া, হুরে জান্নাত, তাজফিহা উখরোজ, সামিয়া মাসুদ, সুরমি চাকমা, নাফিসা নুজহাত, ইসরাত জাহান, আবদুল্লাহ আজিমসহ আরও অনেকে। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এর সদস্য ইসরাত জাহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা