ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডুয়ার বৈশাখী মিলনমেলায় প্রাণের উল্লাস

২০২৫ এপ্রিল ২৬ ১৬:২৭:৪৪
ডুয়ার বৈশাখী মিলনমেলায় প্রাণের উল্লাস

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি, অপরাজেয় বাংলা, কার্জন হল, কলাভবনে আছে তাদের কত শত স্মৃতি! কিন্তু এখন সবাই প্রাক্তন। মাঝেমধ্যে মায়ার টানে কেউ ক্যাম্পাসে এলে স্মৃতিকাতর হয়ে পড়েন। তবে মেলে না সহপাঠীর সাহচর্য।

আজ শনিবার সহপাঠী ও সতীর্থদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়ায় মাতলেন আনন্দ-উল্লাসে। এ যেন সুখ-দুঃখের মিলনমেলা। খুলে বসা গল্পের ঝাঁপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসবে এমন দৃশ্যের অবতারণা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নানা আয়োজনে হচ্ছে এ পুনর্মিলনী।

ডুয়ার বৈশাখী মিলনমেলায় প্রাণের উল্লাস

বিকেল চারটায় পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) বৈশাখী মিলনমেলা ১৪৩২ এর উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তার আগেই দুপুর থেকেই টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। ফটোসেশন, কোলাকুলি, পরস্পর আলাপ, গল্পে মেতে উঠেন এলামনাইরা। মিলনমেলা চলবে রাত দশটা পর্যন্ত।

বহুদিন, বহুবছর পর একেকজনের সঙ্গে মিলিত হওয়ার আনন্দে উদ্বেলিত হয়ে উঠে প্রতিটি প্রাণ। প্রাক্তনদের আগমন আর সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরের সঙ্গে গল্প-আড্ডা, পারিবারিক পরিচয় আর প্রিয় ক্যাম্পাস ঘিরে স্মৃতিচারণে অন্যরকম আবহ তৈরি হয়, যা সবাইকে ছুঁয়ে যায়।

ডুয়ার বৈশাখী মিলনমেলায় প্রাণের উল্লাস

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানী। সভাপতিত্ব করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে