ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
বিনিয়োগকারীদের গলার কাঁটা আর্থিক খাতের ১৪ কোম্পানি

ডুয়া নিউজ: গত ১৫ বছরে সংশ্লিষ্ট ব্যক্তিদের দূর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক ও আর্থিক খাত। সীমাহীন দূর্নীতির কারণে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। দেশের শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ অংশ এই দুই খাত। খাত দুটির মধ্যে তুলনামুলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত।
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানি রয়েছে। যার মধ্যে বেশিরভাগ কোম্পানিরই অবস্থা নাজুক। বিনিয়োগকারীরা মুনাফার আশায় এখাতে বিনিয়োগ করে এখন পুঁজি ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন। এখাতের ১৪টি কোম্পানির অবস্থা খুবই খারাপ। কোম্পানিগুলোর শেয়ার দর ফেসভ্যালুর নিচে অবস্থান করছে। একই সঙ্গে কোম্পানিগুলো নিয়মিত ডিভিডেন্ড দিতে পারছে না বলে এসব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের গলার কাঁটার মত বিঁধে রয়েছে।
কোম্পানিগুলো হলো- বে-লিজিং, বাংলাদেশ ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, মাইডাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল।
কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং বাংলাদেশ ফাইন্যান্স ছাড়া অন্যগুলো পুঁঞ্জিভুত লোকসানে রয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘ ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বে-লিজিংয়ের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৬৮ কোটি ৩০ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৩০০ কোটি টাকা ও ১৪০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে ১০ শতাংশ ক্যাশ
ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৬ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি শেয়ারের মধ্যে ৫৪.০৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)
২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ১৭৬ কোটি ২৯ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৪০০ কোটি টাকা ও ১০০ কোটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৭ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১০ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৯৪৪টি শেয়ারের মধ্যে ১৮.৮৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফারইস্ট ফাইন্যান্স
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফারইস্ট ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৯০৮ কোটি ২ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২০০ কোটি টাকা ও ১৬৪ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৬ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৩০টি শেয়ারের মধ্যে ৪৭.০৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফাস ফাইন্যান্স
২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফাস ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ৭২০ কোটি ৭০ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২১০ কোটি টাকা ও ১৪৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৬৪টি শেয়ারের মধ্যে ৭৮.৪১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফার্স্ট ফাইন্যান্স
২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফার্স্ট ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৯৪ কোটি ৪১ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৫০০ কোটি টাকা ও ১১৮ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩টি শেয়ারের মধ্যে ৩৮.১২ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইন্টারন্যাশনার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ইন্টারন্যাশনার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪ হাজার ৬৫ কোটি ৯৭ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৩০০ কোটি টাকা ও ২২১ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২২ কোটি ১৮ লাখ ১০ হাজার ২৪৬টি শেয়ারের মধ্যে ৩৫.৬৩ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
মাইডাস ফাইন্যান্স
২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানি মাইডাস ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪৬ কোটি ২৬ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২০০ কোটি টাকা ও ১৪৩ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭টি শেয়ারের মধ্যে ৩৪.৯৪ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ফিনিক্স ফাইন্যান্স
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ফিনিক্স ফাইন্যান্সের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৭২৬ কোটি ৫৯ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৩০০ কোটি টাকা ও ১৬৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৬ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ১৯৫টি শেয়ারের মধ্যে ৫৪.৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পিপলস লিজিং
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি পিপলস লিজিংয়ের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৪ হাজার ২৬০ কোটি ৬২ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৫০০ কোটি টাকা ও ২৮৫ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ২ টাকা ৩০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি শেয়ারের মধ্যে ৭৩.৭৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রিমিয়ার লিজিং
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি প্রিমিয়ার লিজিংয়ের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৮৪২ কোটি ৫৬ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৩০০ কোটি টাকা ও ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৭ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৩ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি শেয়ারের মধ্যে ৫১.৩৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি ইউনিয়ন ক্যাপিটালের বর্তমানে পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ১ হাজার ৫৩ কোটি ১৮ লাখ টাকা। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২০০ কোটি টাকা ও ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার সাড়ে ৫ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি শেয়ারের মধ্যে ৫১.২০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
প্রাইম ফাইন্যান্স
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি প্রাইম ফাইন্যান্সের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৩০০ কোটি টাকা ও ২৭২ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ২৭ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৪৮৩টি শেয়ারের মধ্যে ৩৩.৩৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
জিএসপি ফাইন্যান্স
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি জিএসপি ফাইন্যান্সের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ২০০ কোটি টাকা ও ১৫৭ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে ২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫৮৫টি শেয়ারের মধ্যে ৫০.৫৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্স
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্সের অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রম- ৬০০ কোটি টাকা ও ১৯৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮ টাকায় লেনদেন হচ্ছে। এ কোম্পানির ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭টি শেয়ারের মধ্যে ৫২.৯৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস